ছায়া সৃষ্টির জন্য তিনটি বস্তুর উপস্থিতি একান্ত কাম্য। এগুলি হল- আলোক উৎস, অস্বচ্ছ বস্তু (যে বস্তুর ছায়া সৃষ্টি হয়) ও পর্দা (যার উপর ছায়া পড়ে)। তাই ছায়ার আকার বা প্রকৃতি নির্ভর করে এই তিনটে বস্তুর অবস্থান ও আকৃতির উপর। সহজ ভাবে ছায়ার আকার বা প্রকৃতি নির্ভর করে ১) আলোক উৎসের আকারের উপর। ২) অস্বচ্ছ বস্তুর আকারের উপর। ৩) আলোক উৎস থেকে অস্বচ্ছ বস্তুর দূরত্বের উপর ৪) স্বচ্ছ বস্তু থেকে পর্দার দূরত্বের উপর।