কোনো আলোক উৎসের সামনে একটি অস্বচ্ছ বস্তু রাখলে যে ছায়ার সৃষ্টি হয় তার আকৃতি ও প্রকৃতি কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। যেমন: (1) আলোর উৎস (2) অস্বচ্ছ বস্তুর আকার (3) আলোক উৎস থেকে অস্বচ্ছ বস্তুর দূরত্ব (4) অস্বচ্ছ বস্তু থেকে পর্দার দূরত্ব