ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহারের কারণ – i) নাইক্রোম হল নিকেল (Ni), ক্রোমিয়াম (Cr) ও লোহার (Fe) সংকর ধাতু এর গলনাঙ্ক ও রোধাঙ্ক খুব বেশি হয় । রোধাঙ্ক বেশি হওয়ায় রোধ ও বেশি । আবার রোধ বেশি হওয়ায় জুলের সূত্রানুযায়ী তড়িৎ প্রবাহের ফলে তারটিতে বেশি তাপ উৎপন্ন হয় । আর গলনাঙ্ক বেশি হওয়ায় উচ্চ তাপমাত্রাতেও তারটি গলে যায় না । ii) উচ্চ উষ্ণতাতে ও নাইক্রোম বায়ুর সংস্পর্শে এলে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না ।