বৈদ্যুতিক বাতির বাল্বকে বায়ুপূর্ণ বা বায়ুশূন্য রাখা হয় না কারণ :- i) বাল্বটিকে বায়ুপূর্ণ করে রাখলে উওপ্ত ফিলামেন্ট বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করবে এবং ক্ষয় হয়ে দ্রুত ফিলামেন্টটি কেটে যাবে । ii) বাল্বটিকে বায়ুশূন্য রাখলে উওপ্ত ফিলামেন্টের ধাতুটি সহজেই বাষ্পীভূত হয়ে বাল্বটি কাচকে ক্রমাগত কালো করে তুলবে এবং অবশেষে কেটে যাবে । iii) বালবের মধ্যে অল্পচাপে নিষ্ক্রিয় গ্যাস পূর্ণ করে রাখলে ফিলামেন্ট সহজে বাষ্পীভূত হয় না । অক্সাইড তৈরি করে ক্ষয় হয়ে কেটে যায় না । এর ফলে বাল্বটি বহুদিন ধরে কালো হয় না এবং উজ্জ্বল আলো বিকিরণ করতে পরে ।