শেয়ার করুন বন্ধুর সাথে

যে সব মৌলের সর্ববহিঃস্থ শক্তিস্তরে ৮টি ইলেকট্রন পূর্ণ থাকে তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলে।  হিলিয়াম(He), নিয়ন(Ne), আর্গন(Ar), ক্রিপটন(Kr), জেনন(Xe), রেডন(Rn) এই ছয়টি মৌলকে নিষ্ক্রিয় মৌল বলে।  নিষ্ক্রিয় মৌলগুলির সর্ববহিঃস্থ শক্তিস্তরে আটটি ইলেকট্রন পূর্ণ থাকায় এরা সাধারণত বন্ধন গঠন করে না। অর্থাৎ যৌগ গঠন করে না। এরা প্রকৃতিতে এক পরমাণুক হিসেবে অবস্থান করে। তাই এসব মৌলের প্রতীক সংকেত হিসেবে ব্যবহার করা হয়।  অন্যদিকে, যেসব মৌল কঠিন বা তরল অবস্থায় প্রকৃতিতে বিদ্যমান থাকে, যারা কোনো নির্দিষ্ট সংখ্যক পরমাণুর দ্বারা অণু গঠন করে না, সে সব মৌলের প্রতীককেও সংকেত হিসেবে ব্যবহার করা হয়।  যেমনঃ কার্বন(C), আয়রন(Fe), ফসফরাস(P) ইত্যাদি।