বর্গক্ষেত্রের চারটি বাহু সমান এবং কোণগুলিও পরষ্পর সমান। তাই বর্গক্ষেত্র একটি সুষম চতুর্ভূজ। কিন্তু রম্বসের চারটি বাহু সমান হলেও কোনগুলি পরষ্পরের সমান হয় না। তাই রম্বসকে সুষম চতুর্ভূজ বলা যায় না।