শেয়ার করুন বন্ধুর সাথে

একটি নিউক্লিয়ন বা একটি নিউক্লিয়াস অপর একটি নিউক্লিয়াসে অতি নিকটবর্তী হলে তাদের পারস্পরিক মিথস্ক্রিয়ায় প্রক্ষিপ্ত কণা হ্রাসকৃত শক্তি নিয়ে অথবা অন্য কোন কণা বা গামা রশ্মি অতিরিক্ত শক্তি নিয়ে নির্গত হয় এবং অবশিষ্ট নিউক্লিয়াস উৎপন্ন হয়, এ ঘটনাকে নিউক্লীয় বিক্রিয়া বলে।