শেয়ার করুন বন্ধুর সাথে

কোনো বস্তু স্বাধীনভাবে যত প্রকার গতির অধিকারী হয়, সেই সংখ্যাকে বস্তুর গতির স্বাধীনতার মাত্রা বা স্বাতন্ত্র্য সংখ্যা বলে। অন্যভাবে একটি গতিশীল বস্তুর বা সংস্থার যেকোনো মুহূর্তের অবস্থান নির্দেশ করতে কমপক্ষে যে কয়টি স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর স্বাধীনতার মাত্রা বলা হয়।