শেয়ার করুন বন্ধুর সাথে

যেসব রাসায়নিক পদার্থ প্রভাবকের ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে তাদেরকে প্রভাবক সহায়ক বলে।  যেমনঃ অ্যামোনিয়া উৎপাদন কালে প্রভাবক হিসেবে আয়রন ব্যবহার করা হয়। তবে প্রভাবক আয়রন (Fe) এর সাথে কিছু পরিমাণ মলিবডেনাম (Mo) ধাতুর গুড়া যোগ করা হলে আয়রনের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পায়। এক্ষেত্রে মলিবডেনাম ধাতু প্রভাবক সহায়ক হিসেবে ব্যবহৃত হয়। কিছু প্রভাবক সহায়ক হচ্ছে ( Al₂O₃ ; Cr₂O₃ ; Mo) ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ