শেয়ার করুন বন্ধুর সাথে

যে প্রভাবক কোন রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতি হ্রাস করে তাকে ঋণাত্মক প্রভাবক বলে।  যেমন: ফসফরিক এসিড (H₃PO₄) হাইড্রোজেন পারঅক্সাইডের (H₂O₂) বিয়োজন হ্রাস করে। এজন্য ফসফরিক এসিড একটি ঋণাত্মক প্রভাবক। আরো কিছু ঋণাত্মক প্রভাবক হচ্ছে (H₃PO₄ ; CO ; H₂O₂ ; অ্যলকোহল ; ইউরিয়া ; গ্লিসারিন )  ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ