শেয়ার করুন বন্ধুর সাথে

কোন রাসায়নিক গ্যাসীয় বিক্রিয়া যখন সাম্যবস্থা অর্জন করে, তখন বিক্রিয়াটিকে আপাত দৃষ্টিতে দেখলে বন্ধ বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে সাম্যবস্থায় বিক্রিয়াটি উভয় দিকে সমান গতিতে চলমান থাকে।  সুতরাং সাম্যবস্থা কোন স্থিরাবস্থা নয় বরং গতিময় অবস্থা। সাম্যবস্থায় যত অণু পদার্থ উৎপন্ন হয়, বিপরীতক্রমে তত অণু পদার্থ ভেঙ্গে আবার বিক্রিয়কে পরিণত হয়।  অর্থাৎ সাম্যবস্থায় সামনের দিকের বিক্রিয়ার হার ও পিছনের দিকের বিক্রিয়ার হার সমান।  সুতরাং সাম্যবস্থা একটি গতিময় অবস্থা।   যেমনঃ হাইড্রোজেন ও আয়োডিনের বিক্রিয়াটি সাম্যবস্থায় স্থির বলে মনে হয়। কিন্তু বিক্রিয়াটি সাম্যবস্থায় চলমান থাকে। এটি প্রমাণ করার জন্য বিক্রিয়াটি সাম্যবস্থা অর্জন করার পর কিছু তেজস্ক্রিয় আয়োডিন (I₂*) যোগ করলে কিছু সময় পর দেখা যায় উৎপাদেও তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড(HI*) উৎপন্ন হয়।  H₂ +I₂ <------> 2HI H₂ + I₂* <------> 2HI* এ থেকে প্রমাণিত হয় যে, সাম্যবস্থায় সৃষ্টি হওয়ার পর উভমুখী বিক্রিয়া উভয় দিকে সমান গতিতে চলমান থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ