রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়কের ঘনমাত্রা, তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল। উভমুখী বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা সবচেয়ে বেশি থাকে বলে সামনের দিকের বিক্রিয়ার বেগ বেশি থাকে। কিন্তু বিক্রিয়া শুরুতে উৎপাদের ঘনমাত্রা কম থাকার জন্য পেছনের বিক্রিয়ার হার বেগ কম থাকে। সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেতে থাকে। তাই সময়ের সাথে সামনের বিক্রিয়ার বেগ কমতে থাকে এবং পিছনের বিক্রিয়ার বেগ বাড়তে থাকে। অবশেষে একসময় সামনের বিক্রিয়ার হার ও পিছনের বিক্রিয়ার হার সমান হয়। এ অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে।  উপরোক্ত আলোচনা থেকে একথা স্পষ্ট যে, রাসায়নিক সাম্যবস্থার অস্তিত্ব উভমুখী বিক্রিয়া সাথে জড়িত। অর্থাৎ রাসায়নিক সাম্যবস্থা কোন একক বিক্রিয়ার বেগ নয় বরং সম্মুখ ও বিপরীত দুটি বিক্রিয়ার বেগের সসমঅবস্থার একটি গতিময় অবস্থা। কিন্তু আপাতদৃষ্টিতে এটি স্থির অবস্থা প্রকাশ করে।  সুতরাং রাসায়নিক সাম্যবস্থা শুধু উভমুখী বিক্রিয়া ক্ষেত্রে কার্যকর। যেমনঃ একটি আবদ্ধ পাত্রে হাইড্রোজেন ও আয়োডিনের মিশ্রণকে উত্তপ্ত করলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়।  H₂ + I₂ <-----> 2HI বিক্রিয়ার কিছু সময় পর উৎপাদ HI ভেঙ্গে আবার H₂ ও I₂ উৎপন্ন হয়। বিক্রিয়ার প্রারম্ভিক অবস্থায় H₂ ও I₂ এর ঘনমাত্রা সর্বোচ্চ থাকায় সামনের বিক্রিয়ার হার বেশি হয়। কিন্তু সময়ের সাথে উৎপাদ HI এর ঘনমাত্রা বৃদ্ধির সাথে পিছনের বিক্রিয়ার হার বাড়তে থাকে এবং উভমুখী বিক্রিয়াটি সাম্যবস্থায় উপনীত হয়।