Share with your friends

সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে যেসব অসুবিধা দেখা যায় সেগুলো হলো- ১. সোডিয়াম ক্লোরাইড দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে সামান্য ক্লোরিন গ্যাস ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। ২. প্লাটিনাম তড়িৎদ্বার এবং গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ ব্যবহার করলে ক্যাথোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। ৩. মার্কারি তড়িৎদ্বার ও গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ ব্যবহার করলে ক্যাথোডে প্রথমে ধাতব সোডিয়াম ও পরে সোডিয়াম অ্যামালগাম উৎপন্ন হয়।

Talk Doctor Online in Bissoy App