ফ্যারাডের সূত্র দ্রবণে বা গলিত উভয় অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য নয়। কারণ ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে কোন রাসায়নিক পরিবর্তন ঘটে না। ফ্যারাডের সূত্রের উপর তাপমাত্রা, চাপ, দ্রবণের ঘনমাত্রা বা অন্য কোন নিয়ামকের কোনো প্রভাব নেই।  যেসব তড়িৎ বিশ্লেষণে সম্পূর্ণ তড়িৎ প্রবাহে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে শুধু সেসব ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য হয়। তড়িৎ বিশ্লেষণের সাথে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ নির্ণয়ে ফ্যারাডের সূত্র প্রযোজ্য হয়।