হ‍্যাঁ ফোন চার্জে দিয়ে ব‍্যবহার করলে তা অবশ‍্যই ফোনের জন‍্য ক্ষতিকর। এতে ব‍্যাটারির আয়ূ কমে যায়। তাছাড়া দীর্ঘক্ষণ ফোন চার্জে রেখে ব‍্যবহার করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। কখনই ফোন চার্জে দিয়ে ব‍্যবহার করবেন না। আর ফোন গরম হওয়ার অনেক কারন আছে যেমন অনেক ক্ষণ গেমস্ খেললে বা ভিডিও দেখলে, একসাথে অনেক গুলো অ‍্যাপ ব‍্যাকগ্রাউন্ডে চালু রাখলে, প্রসেসরের কার্যক্ষমতা কমে গেলে ইত্যাদি কারণে ফোন গরম হয়। ফোন গরম হলে কিছুক্ষণ রেস্ট দিন তারপর সম্পুর্ন ঠান্ডা হলে ব‍্যবহার করুন।