সাধারণত পুরুষের বীর্যে শুক্রানো কখনোই একেবারে শেষ হয় না। তবে কিছু ঔষধের সাইড এফেক্ট বা পেনিসে ব্যাথা পাওয়ার কারণে বা ধীর্ঘদিন কোন রোগে ভোগলে এমনটা হতে পারে। বীর্যে শুক্রণুর পরিমাণ কমে গেলে তা ফিরিয়ে আনা সম্ভব। তার জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাবারের সাথে সাথে হারবাল হালুয়া ‘শুক্রসঞ্জিবনী’ বা ‘সঞ্জিবনী মোদক’ খাওয়া যেতে পারে। যেহেতু এইসব ঔষধ এর সাইড ইফেক্ট নেই তাই খেতে পারেন, কোন সমস্যা হবে না ইনশা আল্লাহ।