শেয়ার করুন বন্ধুর সাথে

দুই বা দুইয়ের অধিক বর্জনশীল ঘটনা যদি এমন হয় যে, পরীক্ষা চালালে যে কোন একটি ঘটনা অবশ্যই ঘটবে এবং সবগুলো ঘটনা সংযোগ করলে যদি নমুনাক্ষেত্রের সমান হয় তখন ঐ ঘটনাগুলোকে সম্পূরক ঘটনা বলে। যেমন- ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় ও বিজোড় সংখ্যা আসার ঘটনা দুইটি সম্পূরক ঘটনা।