শেয়ার করুন বন্ধুর সাথে

কোন একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অন্য কোন ঘটনার উপর আংশিক বা সম্পূর্ণভাবে নির্ভর না করে তখন ঐ ঘটনাকে স্বাধীন ঘটনা বলে। যেমন- একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো। প্রথম নিক্ষেপে মাথা এসেছে। দ্বিতীয় নিক্ষেপে মাথা অথবা লেজ আসা প্রথম নিক্ষেপে মাথা আসার উপর নির্ভর করে না। এক্ষেত্রে ঘটনা দুইটি পরস্পর স্বাধীন।