শেয়ার করুন বন্ধুর সাথে

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি বলছে, টিকা নেয়ার কারণে কেউ কোভিডে আক্রান্ত হবে না। কারণ এ পর্যন্ত যে টিকাগুলোকে অনুমোদন দেয়া হয়েছে তাদের কোনটিতেই জীবন্ত ভাইরাস নেই। যার থেকে কোভিড হওয়ার সম্ভাবনা রয়েছে। যে ভ্যাকসিন বা টিকা নিয়ে কাজ করা হচ্ছে সেগুলো মানুষের দেহকে করোনাভাইরাস শনাক্ত করতে এবং সেটির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে শেখায়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সাময়িকভাবে জ্বরের মতো উপসর্গ থাকতে পারে। তবে এর মানে হচ্ছে যে, কোভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে শুরু করেছে দেহ। তবে এই সুরক্ষা তৈরি হতে যেহেতু কয়েক সপ্তাহ সময় লাগে, তাই টিকা দেয়ার পর পরই কেউ কোভিডে আক্রান্ত হতে পারেন। এর মানে হচ্ছে যে, সুরক্ষা তৈরি করার মতো পর্যাপ্ত সময় পায়নি টিকাটি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ