উনার যদি শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে থাকে তাহলে, টিকা নিতে পারবেন।বিশেষজ্ঞদের মতে যারা হার্টের রোগী, যাদের শ্বাসকষ্ট আছে, তাদেরকে করোনার টিকা আগে দেওয়া উচিত।কারণ তাদের করোনার ঝুঁকি বেশি।আর করোনা হলে তাদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিও বেশি আছে।তাই যাদের রোগগুলো নিয়ন্ত্রণে আছে, তাদেরকে করোনার টিকা দেওয়া যাবে।কিন্তু আপনার বাবার শ্বাসকষ্ট যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে দেওয়া যাবে না।কারণ টিকা দেওয়ার পর হালকা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, যা রোগকে আরো মারাত্মক করে তুলতে পারে।যদি রোগটা নিয়ন্ত্রণে থাকে একমাত্র তাহলে করোনার টিকা নিতে বলা হয়েছে।