না।এটা কোনো সমস্যা না।হস্তমৈথুন করার পর যেহেতু বীর্য বের হয়,সেহেতু স্বাভাবিকভাবেই লিঙ্গ নিস্তেজ হয়ে যায়।আর তখন আপনার যৌন উত্তেজনা কমে যায়।তাই কিছুক্ষণের জন্য আপনার লিঙ্গ দাঁড়ায় না।আবার যখন আপনার যৌন উত্তেজনা হবে তখন লিঙ্গ ঠিকই দাঁড়াবে।এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।তবে মাত্রাঅতিরিক্ত হস্তমৈথুন পরিহার করতে হবে।