শেয়ার করুন বন্ধুর সাথে

বাজারের একটি সাধারণ দৃশ্য হলাে ক্রেতা - বিক্রেতার মধ্যে দ্রব্যের দাম নিয়ে দর - কষাকষি করা । ক্রেতা চেষ্টা করে সর্বনিম্ন দামে দ্রব্যটি ক্রয় করতে । আবার , বিক্রেতা চেষ্টা করে সর্বোচ্চ দামে দ্রব্যটি বিক্রয় করতে । ক্রেতা - বিক্রেতার দর - কষাকষির ফলে এমন একটি দামে দ্রব্যটি ক্রয় - বিক্রয় হয় , যেখানে চাহিদা ও যােগান পরস্পর সমান । যে দামে দ্রব্যটির চাহিদা ও যােগান সমান হয় , তাকে ভারসাম্য দাম বলে । ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য কেনা - বেচা হয় , তাকে ভারসাম্য পরিমাণ বলে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ