শেয়ার করুন বন্ধুর সাথে

>ব্যক্তিগত চাহিদা: একজন ভােক্তার চাহিদাকে ব্যক্তিগত চাহিদা বলে । ভােক্তা দ্রব্যের বিভিন্ন দামে কি পরিমাণ দ্রব্য ক্রয় করে তা তার ব্যক্তিগত চাহিদা সূচি থেকে জানা যায় । সুতরাং দ্রব্যের বিভিন্ন দামে একজন ভােক্তার চাহিদার পরিমাণই হল ব্যক্তিগত চাহিদা । >বাজার চাহিদা : বাজারের সকলভােক্তার ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে বাজার চাহিদা বলে । বাজার চাহিদা সূচির ভিত্তিতে বাজার চাহিদা নির্ণীত হয় । বাজার চাহিদা সূচিতে দ্রব্যের বিভিন্ন দামে বিভিন্ন ভােক্তার চাহিদার সমষ্টি দেখান হয় । তাই বিভিন্ন দামে বিভিন্ন ভােক্তার চাহিদার সমষ্টিই হল বাজার চাহিদা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ