শেয়ার করুন বন্ধুর সাথে

একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ দ্রব্যের যােগান দেন , তাকে ব্যক্তিগত যােগান বলে ।  অন্যদিকে কোনাে নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে বাজারের সব বিক্রেতা যে পরিমাণ দ্রব্য যােগান দেন , তাকে বাজার যােগান বলে । সব বিক্রেতার ব্যক্তিগত যােগান সূচি যােগ করে বাজার যােগান সূচি তৈরি করা যায় । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ