Share with your friends

দ্রব্য বা সেবার সামগ্রিক চাহিদা ( Aggregate Demand ) হচ্ছে সকল ভােক্তা যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে ইচ্ছুক , প্রতিষ্ঠানসমূহ যে পরিমাণ বিনিয়ােগ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক , সরকার যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে ইচ্ছুক এবং নীট রপ্তানি ( Net export ) যা বিদেশীরা ক্রয় করতে ইচ্ছুক এসব কিছুর যােগফল অর্থাৎ দ্রব্য বা সেবার সামগ্রিক চাহিদার পরিমাণ নির্ভর করে সকল ভােক্তা , প্রতিষ্ঠান , সরকার এবং বিদেশীদের নেয়া সিদ্ধান্তের উপর । অন্যভাবে বলা যায় যে , সামগ্রিক চাহিদা হচ্ছে বিভিন্ন দামস্তরে বিভিন্ন ব্যক্তি , ফার্ম এবং সরকার মােট যে পরিমাণ দ্রব্য এবং সেবা ক্রয় করতে ইচ্ছুক । অর্থাৎ , সামগ্রিক চাহিদা রেখা ( AD ) উৎপাদন ( output ) ও দামস্তর ( price level ) এর সম্পর্ককে প্রকাশ করে।

Talk Doctor Online in Bissoy App