অর্থনীতিতে সামগ্রিক যােগানের তুলনায় সামগ্রিক চাহিদা দ্রুত বৃদ্ধি পেলে দ্রব্য ও সেবাসামগ্রী ক্রয়ের প্রতি ক্রেতার আগ্রহ বৃদ্ধি পায় যা মূল্যস্তর বৃদ্ধিতে সহায়তা করে । সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে মূল্যস্তর বৃদ্ধির এরূপ প্রবণতাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয় ।  অর্থনীতিতে সাধারণত অবস্থায় সরকারি ব্যয় বৃদ্ধি , অর্থের যােগান বৃদ্ধি , বেসরকারি ভােগ ও বিনিয়ােগ বৃদ্ধি , কর হার হ্রাস , সুদের হার হ্রাস ইত্যাদি কারণে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। সামগ্রিক যোগান স্থির থাকা অবস্থায় প্রচলিত মূল্যস্তরে এরূপ অতিরিক্ত চাহিদার কারণে মূল্যস্তর ক্রমাগত বৃদ্ধি পেয়ে চাহিদা বৃদ্ধি জনিত  মুদ্রাস্ফীতি  সৃষ্টি করে ।  কেইনসের মতে , অর্থনীতিতে পূর্ণ নিয়ােগ অবস্থায় সামগ্রিক চাহিদা বৃদ্ধি হেতু দ্রব্য ও সেবা সামগ্রীর মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখা যায় তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয় ।