শেয়ার করুন বন্ধুর সাথে

আইয়ামে জাহেলিয়া যুগের দাস-দাসীদের কোন সামাজিক মর্যাদা ছিল না। পণ্যসামগ্রীর মতো তাদেরকে বাজারে ক্রয়-বিক্রয় করা হতো। জাহেলিয়া যুগে আরবে দাস প্রথা প্রচলিত ছিল। দাস-দাসীদের ব্যক্তি অধিকার বলতে কিছু ছিল না। মনিবের ইচ্ছাই ছিল সবকিছু, এমনকি বিয়ের অধিকার তাদের ছিল না। কেউ যদিও বিয়ের অনুমতি পেত, তবে তার সন্তানের মালিক হতো মনিব। সামান্যতম অপরাধেও দাসদের নিষ্ঠুর নির্যাতন করা হতো। নির্যাতনের কারণে মৃত্যু হলেও মনিবের কোনো জবাবদিহিতা করতে হতো না। দাসদের দুরবস্থা সম্পর্কে সৈয়দ আমীর আলী বলেন ভৃত্যই হোক আর ভূমিদাস হোক তাদের ভাগ্যে ক্ষীণ আশা তথা এক কণা সূর্য রশ্মিও কবরের এই দিকে অর্থাৎ (ইহজীবনে) জুটত না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আইয়ামে জাহেলিয়া যুগের দাস-দাসীদের কোন সামাজিক মর্যাদা ছিল না। পণ্যসামগ্রীর মতো তাদেরকে বাজারে ক্রয়-বিক্রয় করা হতো। জাহেলিয়া যুগে আরবে দাস প্রথা প্রচলিত ছিল। দাস-দাসীদের ব্যক্তি অধিকার বলতে কিছু ছিল না। মনিবের ইচ্ছাই ছিল সবকিছু, এমনকি বিয়ের অধিকার তাদের ছিল না। কেউ যদিও বিয়ের অনুমতি পেত, তবে তার সন্তানের মালিক হতো মনিব। সামান্যতম অপরাধেও দাসদের নিষ্ঠুর নির্যাতন করা হতো। নির্যাতনের কারণে মৃত্যু হলেও মনিবের কোনো জবাবদিহিতা করতে হতো না। দাসদের দুরবস্থা সম্পর্কে সৈয়দ আমীর আলী বলেন ভৃত্যই হোক আর ভূমিদাস হোক তাদের ভাগ্যে ক্ষীণ আশা তথা এক কণা সূর্য রশ্মিও কবরের এই দিকে অর্থাৎ (ইহজীবনে) জুটত না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ