শেয়ার করুন বন্ধুর সাথে

সংগঠন কাঠামোর কোন এক বিভাগের ঊর্ধ্বতন বা  অধস্তন যখন অন্য বিভাগের অধস্তন বা ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করে তখন তাকে  কৌণিক যোগাযোগ বলে। এরূপ যোগাযোগ বার্তা থেকে এক বিভাগ অন্য বিভাগে কোনাকুনি প্রবাহিত হয় বিধায় একে কৌণিক যোগাযোগ বলে।