আসলে আপনি আয়নায় আপনি নিজেকে যেমন দেখেন আপনার বন্ধুরাও আপনাকে সেরকমই দেখে। তবে এখানে সৌন্দর্যের বিষয়টি একান্তই ব‍্যক্তিগত ব‍্যাপার। আপনার নিজেকে নিজের সুন্দর মনে হয় তার মানে এই না যে সবার কাছেই তা মনে হবে।  হ‍্যাঁ অনেকের কাছেই আপনি সুন্দর আবার অনেকের কাছে তা নাও হতে পারে কারণ সবার ভালোলাগার বিষয়টাতো আর এক না। তবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কেননা আজ যাদের কাছে আপনাকে সুন্দর মনে হচ্ছে না একসময় দেখবেন তারাই আবার হঠাৎ করে বলবে কিরে তোকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। আসলে ভালোলাগা বিষয়টা ব‍্যক্তিগত। আর  ক‍্যামেরায় আপনাকে খারাপ দেখায় তার মানে এই না যে আপনি দেখতে খারাপ। ক‍্যামেরাতে অনকের ছবিই ভালো দেখায় না। এটা নিয়ে টেনশন করবেন না।