বাস্তবিক উত্তর চাইলে— হ্যাঁ, আপনি যেভাবে দেখেন, অন্যরাও সেভাবে দেখে। ফিলোসোফিকাল উত্তর চাইলে— না, একরকমভাবে দেখে না। আপনি নিজেকে গভীরভাবে দেখেন (অটোম্যাটিক্যালি)। কিন্তু ব্যস্ততার মাঝে নিজেকে নজরে পড়লে তখন আসল রূপটা দেখা যায়। আসলে মানুষের নজরে চেহারা না, অবয়বটাই পড়ে।