বানর না, বরং একটা সাধারণ পূর্বপুরুষকে পূর্বপুরুষ বলা হয়। আর তা হলো একটা কোষ, যা কিনা এমনে এমনেই প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে তৈরী হয়েছে। এমনকি সময়ের সাথে সাথে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য বিভিন্ন জিনিস নিজের মধ্যে জৈব-রাসায়নিকভাবে ঢুকিয়ে বিবর্তিত হয়ে নতুন জীবে পরিণত হয়েছে আর এটা নাকি ধীরে ধীরে ঘটে। অবশ্য এটা একটা বৈজ্ঞানিক মিথ। যেটা নাস্তিক্যবাদীরা বিবর্তনবাদে অন্ধবিশ্বাস করে বসে আছে আর অন্ধের মতোই আছে। তাদের কথায় কান দেয়ার দরকার নাই। নাস্তিকরা নাস্তিক্যবাদ পাকাপোক্ত করার জন্য বিবর্তনবাদ নিজের মত সাজিয়েছে, যেখানে অনেকে (কিভাবে সংজ্ঞায়িত করবো জানি না) আছে যারা বিবর্তনবাদের জন্য নাস্তিক হয়েছে। তাদের কথায় কান নাক চোখ মুখ দেয়ার দরকার নাই। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম-ই।