ধর্মগ্রন্থের ভুল হয়না। ধর্ম গ্রন্থে যা লেখা থাকে সেটাই সঠিক ধরা হয়। ধর্ম চলে বিশ্বাসের উপর। তাই এখানে ভুল-সঠিক, বিজ্ঞান এসব চলেনা। এর পরেও আপনার যদি কোরআনের ভুল ধরতে মনে চায় আপনাকে স্বাগতম। কোরআন পড়েন, রিচার্স করেন। তারপর ভুল গুলো আমাদের জানান! রাস্তায় ট্রাফিক সাইন থাকার পরেও কি সবাই মেনে চলে? তেমনি কোরআন মানা না মানা যার যার ব্যক্তিগত স্বাধীনতা। ইসলাম কাউকে ধর্ম গ্রহনে চাপ দেয়না। ধর্মগ্রহণ ব্যক্তিগত বিষয়। ভুল-সঠিক দেখেই ধর্ম গ্রহন হয়না। আজকাল অনেক ইউটিউবার মুসলিম হচ্ছে। কেন হচ্ছে তাদের পূর্বের ভিডিও ফলো করলে বুঝতে পারবেন। কোরআন ইসলামের একটা অংশ মাত্র।