শেয়ার করুন বন্ধুর সাথে

কোনো জীবই অমর নয়। সকল‌জীবকেই মরতে হবে। হয় এখন, নয়তো ১ বছর, নয়তো ১০ বছর পর, নয়তো ১০০ বছর পর, নয়তো ৫০০ পর, আর নয়তো কিয়ামত (মহাপ্রলয়)-এর দিন। কিন্তু মরতে তো হবেই। যদি কোনো জীব অমর হয়, তবে সকল জীবকেই তো অমর হতে হবে। তবে কিয়ামত কেন সংঘটিত হবে? স্রেফ আনন্দ পাওয়ানোর জন্য নাকি ভয় পাওয়ানোর জন্য। না, কোনোটাই না। সেকেন্ড লাইফ বা পরকালীন জীবনেরও অস্তিত্ব আছে। তাই কোনো গাছই অমর না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ