না ভাই, হবে না। একটাি নির্দিষ্ট বয়স পর্যন্ত টেস্টোস্টেরন যদি বাড়ে তবুও লম্ববা হবেন না বাড়লেও হবেন। আর লম্বা হচ্ছে জীনগত ব্যপার। যদি জীনে লম্বার বৈশিস্ট্য জীনে থেকে থাকে তবে হবেন। কিন্তু টেস্টোস্টেরন বাড়ালেই যে লম্বা হবেন তা নয়। যদি টেস্টোস্টেরন বাড়ানোর মাধ্যমেই মানুষ লম্বা হতো তবে সবাই সেভাবেই লম্বা হতে পারতো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ