শেয়ার করুন বন্ধুর সাথে

এটি ২০০৩ সালে মুক্তি পাওয়া ভিডিও এডিটিং সফটওয়্যার। বর্তমানে এটি একটি বহুল প্রচলিত ও জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার। মানুষ যেমন ফটো ম্যানিপুলেশন এবং এডিটিংয়ের জন্য অ্যাডবির জনপ্রিয় ফটোশপের ওপর নির্ভরশীল, সেই ভরসায় মানুষ অ্যাডবি প্রিমিয়ার প্রাে ব্যবহারেও বেশি আগ্রহী। অ্যাডবি প্রােডাক্টসের ওপর মানুষের ভেতর একটি আলাদা আগ্রহ কাজ করে। আর সেই আগ্রহের কারণে অ্যাডবির অন্যসব সফটওয়্যারের মতাে প্রিমিয়ার প্রাে প্রায় এক যুগ ধরে মানুষের কাছে প্রিয়। সিএনএন ও বিবিসির মতাে নিউজ প্রতিষ্ঠান তাদের প্রাত্যহিক কাজে প্রিমিয়ার প্রাে ব্যবহার করছে। যেহেতু অ্যাডবির কোনাে সফটওয়্যার ফ্রি নয়, তাই আপনাকে প্রিমিয়ার প্রাে পেইড ও লাইসেন্সিংয়ের সাথে ব্যবহার করতে অবশ্যই মাসিক হিসেবে টাকা দিতে হবে। তবে হ্যা, ক্র্যাক করে ব্যবহার করাও খুব সহজ। ক্র্যাক করে ব্যবহার করলে আপনাকে এক টাকাও দিতে হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ