শেয়ার করুন বন্ধুর সাথে

স্টার টপােলজির সুবিধাসমূহ  সহজেই নেটওয়ার্কে অধিকসংখ্যক কম্পিউটার যােগ করা যেতে পারে। স্টার টপােলজিতে কম্পিউটারের সংখ্যা নির্ভর করে হাবে কয়টি পাের্ট আছে তার ওপর। একটি হাবের সবকটি পাের্ট ব্যবহৃত হলে এই নেটওয়ার্ককে সম্প্রসারণ করা যেতে পারে আরেকটি হাব সেই হাবের সাথে যােগ করে। এখানে হাবের সংখ্যা বাড়িয়ে নেটওয়ার্কে অধিক সংখ্যক কম্পিউটার যােগ করা যেতে পারে।  নেটওয়ার্কে কোনাে সমস্যা দেখা দিলে সহজেই কেন্দ্রিয় অবস্থান অর্থাৎ হাব থেকে সমস্যা অনুসন্ধান শুরু করা যায়। ইনটেলিজেন্ট হাব ব্যবহার করা হলে সেটি নেটওয়ার্ক মনিটরিঙের কাজও করতে পারে।  নেটওয়ার্কের কোনাে একটি কম্পিউটার বিকল হয়ে গেলে তা নেটওয়ার্কের উপর কোনাে প্রভাব ফেলে না। অন্যান্য কম্পিউটার নিজেদের মধ্যে ঠিকমতােই যােগাযােগ করতে পারে। কোন কম্পিউটার সমস্যাযুক্ত তাও বের করা যায় সহজেই।  হাব বিভিন্ন ধরনের ক্যাবল সাপাের্ট করলে একইসাথে কয়েক ধরনের ক্যাবল ব্যবহারের সুবিধা পাওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ