শেয়ার করুন বন্ধুর সাথে

স্টার টপােলজিতে প্রতিটি নােড (কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি) সরাসরি একটি হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত ডেটা নির্দিষ্ট ডিভাইসে যাওয়ার পথে হাবের মধ্য দিয়ে যায়। ফলে সংকেত আদান-প্রদানে কম সময় প্রয়ােজন হয়। হাব বা সুইচ দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্টার টপােলজির নেটওয়ার্কের কোনাে সমস্যা দেখা দিলে তা শনাক্ত করা সহজ হয়। তবে হাব ব্যবহার করলে সিগন্যাল ব্রডকাস্ট হয় অর্থাৎ হাবে সংযুক্ত সকল কম্পিউটারেই সংকেত যায়। কিন্তু সুইচ ব্যবহার করলে সিগন্যাল শুধু টার্গেট কম্পিউটারে যায়। সাধারণত স্টার টপােলজিতে বিভিন্ন ধরনের ক্যাবল ব্যবহার করা গেলেও টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহারের আধিক্য রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ