শেয়ার করুন বন্ধুর সাথে

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের অসুবিধা • ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে প্রতিবন্ধকতা অনেক সময় ডেটা চলাচলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। • ডেটা চলাচল বিঘ্নিত হলে নেটওয়ার্কের দক্ষতা কমে যায়। • অনাকাঙ্খিত ব্যবহারকারী কর্তৃক আক্রমনের আশংকা বেশি থাকে। • তারযুক্ত নেটওয়ার্কের তুলনায় গতি কম। • ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে ব্যবহৃত প্রযুক্তি জীববৈচিত্রের জন্য হুমকিস্বরূপ।