শেয়ার করুন বন্ধুর সাথে

টিভিতে একটি বায়ুশূন্য কাঁচের নল থাকে যার এক পাশে ইলেকট্রন গান এবং অন্য পাশে ফ্লোরোসেন্ট পদার্থের প্রলেপযুক্ত একটি স্ক্রিন থাকে। ইলেকট্রন গান থেকে হাজার হাজার ইলেকট্রন স্ক্রিনের গায়ে ধাক্কা দেয় ফলে ফ্লোরোসেন্ট পরমাণুগুলো উত্তেজিত হয়ে ওঠে। ফ্লোরোসেন্ট পরমাণুগুলো তার ধর্ম অনুযায়ী আলো বিকিরণ করতে থাকে, ফলে আমরা ছবি দেখি। টেলিভিশনের সুইচ বন্ধ করলেও পরমাণুগুলোর উত্তেজনা কিছুক্ষণ বজায় থাকে এবং আলোক আভা ছড়ায়। এ কারণেই সুইচ বন্ধ করার পরও টিভির পর্দায় আলোর আভা দেখা যায়।