শেয়ার করুন বন্ধুর সাথে

সুবিধা এর ব্যাবহারে প্রােগ্রামের ভুল সংশােধন করা সহজ। ইন্টারপ্রেটার আকারে ছােট বলে মেমােরিতে কম জায়গা দরকার হয়। এর প্রােগ্রাম ডিবাগিং এবং টেস্টিং গতি বেশি। অসুবিধা পুরাে প্রােগ্রামকে একসাথে অনুবাদ করতে পারে না। প্রােগ্রাম নির্বাহ করতে সময় বেশি লাগে। প্রােগ্রামের সমস্ত ভুল-ত্রুটি একবারে প্রদর্শন করে না। ইন্টারপ্রেটার মাধ্যমে প্রােগ্রাম পুর্নাঙ্গ যান্ত্রিক প্রােগ্রামে রূপান্তরিত হয় না।