শেয়ার করুন বন্ধুর সাথে

স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে বাস্টফাইবার গঠিত হয়। এরা অত্যন্ত দীর্ঘ, পুরু প্রাচীরযুক্ত এবং দুই প্রান্ত সরু। তবে কখনো ভোঁতা হতে পারে। প্রাচীরের সাথে ছিদ্র থাকে, যাকে কুপ বলে। এগুলো এক প্রকার দীর্ঘ কোষ যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ