যে প্রক্রিয়ায় একটি DNA অণু থেকে অনুরুপ দুটি নতুন DNA অণুর সৃষ্টি হয় তাকে অনুলিপন বা DNA অনুলিপন বলে। এই পদ্ধতিতে DNA অণুর সূত্র দুটির হাইড্রোজেন বন্ধন ভেঙ্গে গিয়ে আলাদা হয় এবং প্রতিটি সূত্র তার পরিপূরক নতুন সূত্র সৃষ্টির মাধ্যমে নতুন DNA অণু তৈরি করে।