Share with your friends

নিম্নলিখিত কাজগুলো DNA করে। যথা: ১. ক্রোমোসোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। ২. বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। ৩. জীবের সকল বৈশিষ্ট্য ধারন করে এবং নিয়ন্ত্রণ করে। ৪. জীবের বৈশিষ্ট্যগুলি বংশপরম্পরায় সঞ্চারিত করে। ৫. জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। ৬. জীবের সকল শরীরতাত্ত্বিক ও জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ৭. জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে। ৮. DNA এবং তার হেলিক্সের কোনো অংশে গোলযোগ দেখা দিলে তা মেরামত করে নিতে সক্ষম।