শেয়ার করুন বন্ধুর সাথে

কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের ফলে সৃষ্ট তড়িৎক্ষেত্র পরিবাহীর ভিতরের মুক্ত ইলেকট্রনের ওপর তাড়িত বল প্রয়োগ করে। কিন্তু এ বল ইলেকট্রনের সুষম ত্বরণ সৃষ্টি করতে পারে না। কারণ ইলেকট্রন গতিশীল হলে পরিবাহী যেসব অণু বা পরমাণু সমন্বয়ে গঠিত তাদের সাথে সংঘর্ষ ঘটতে থাকে, ফলে ইলেকট্রনের দ্রুতি কখনো তাড়িত বলের প্রভাবে বৃদ্ধি পায় আবার কখনো সংঘর্ষের কারণে হ্রাস পায়। তাই ইলেকট্রনিক একটি ধ্রুব গড় দ্রুতি নিয়ে চলতে থাকে। একে ইলেকট্রনের তাড়ন দ্রুতি বলে।