ভাই মানুষের বৃদ্ধিকারক আর যৌনমিলনের হরমোন ভিন্ন হয়।মানুষের বৃদ্ধিকারক হরমোন কে গ্রোথ হরমোন বলে।আর হস্তমৈথুর ফলে নিসিত হরমোন কে টেসটোস্টেরন হরমোন বলে।হস্তমৈথুনের ফলে শরীর থেকে স্পার্ম বেরিয়ে যাওয়ার পরপরই শরীরে টেসটোস্টেরন হরমোনের এক ধাক্কায় অনেকটা মাত্রা কমে যায় ৷ এই হরমোনই হজম ও সবসময় থাকে ঝিমঝিম ভাব ৷ তাই তো খুব বেশি হস্তমৈথুন কোনভাবে কাঙ্খিত নয় ৷এই হরমোন পেশির জোর বাড়াতে সাহায্য করে ৷ ঘনঘন হস্তমৈথুনের ফলে টেসটোস্টেরনের ওপর প্রভাব পড়ে ৷ ফলে হজম ক্ষমতা কমে ৷ পেশি দুর্বল হয় ৷ তাই বুঝতে পারছেন হস্তমৈথুনের ফলে দেহের বৃদ্ধির উপার প্রভাব পড়ে না।দেহের বৃদ্ধি নিভর করে পারাবারিক জিন এর উপর।তবে মনে রাখবেন ,অতিরক্ত হস্তমৈথুনের ফলে বৈবাহিক জীবনে অনেক সমস্যার মধ্যে পড়বেন। আর ইসলাম ধর্মে এসব করা হারাম।তাই এসব থেকে বিরত থাকুন।তাহলে সুস্থ যীবন জাপন করতে পারবেন। ধন্যবাদ।