আপনি স্কেলিন পাউডার ব্যবহার করুন.ইনশাআল্লাহ ভাল হয়ে যাবে.এগুলো গাড়িতে মাইকিং করে বিক্রি করা হয়.ধন্যবাদ

ভালো উন্নত মানের টুথ পেষ্ট ব্যাবহার করুণ । সাথে উন্নত মানের ব্রাশ...বাজারে দাঁত পরিস্কার করার সুতা পাওয়া যায় । এটা দিয়ে মাঝে মাঝে দাত পরিস্কার করুণ...প্রতিদিন ৩~৪ বার ব্রাশ করুণ

ব্রাশ করার পরও যদি মুখে দূর্গন্ধ থাকে তাহলে আপনি নিচের কাজগুলো অনুসরণ করতে পারেনঃ ১। লেবু অথবা কমলাঃ ভিটামিন সি মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধবংস করে দেয়। আর লেবু বা কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই মুখে দুর্গন্ধ অনুভূত হলেই লেবু বা কমলালেবু খেতে পারেন। ২। চুইংগামঃ নানান ফ্লেভারের চুইংগাম এখন দোকানে পাওয়া যায়। তবে চিনিমুক্ত চুইংগামই মুখের দুর্গন্ধ আটকাতে পারে। চুইংগাম চিবিয়ে নিলে মুখের মধ্যে লালা নিঃসৃত হয়। তাতে মুকের মধ্যেকার উৎপন্ন ব্যাকটেরিয়া পরিষ্কার হয়ে যায়। ফলে খুব সহজেই মুখের দূর্গন্ধ দুর হয়ে যায়। এটা আমার পরামর্শ নয় এটা এক ডাক্তারের পরামর্শ