আসলে ব্যথা টা কি কারনে হচ্ছে সেটা বুঝা ও জানা জরুরী মাথার নিচে ও ঘাড়ের উপরে অস্বস্তি (চাপা ব্যথা বা তীব্র ব্যথা) অনুভব করা। সাধারণত ঘাড় নড়াচড়া করলে এই অস্বস্তি বৃদ্ধি পায়। ঘাড়ে ব্যথা একটি সাধারণ সমস্যা। অস্বাভাবিক অঙ্গস্থিতির (posture) কারণে ঘাড়ের মাংসপেশীর উপর চাপ পড়তে পারে। যেমন- কম্পিউটারের দিকে ঝুঁকে কাজ করলে বা কুঁজো হয়ে টেবিলে কাজ করলে এই সমস্যা হতে পারে। তাই আপনি একজন মমেডিসিন বিভাগের ডাক্তারের পরামর্শ নিন। আন্দাজি নিজে থেকে কোন ঔষধ খাবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ