শেয়ার করুন বন্ধুর সাথে
Jobedali

Call

সুপ্ততাপ (Latent Heat)
যে তাপ পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধু পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ততাপ বা লীন তাপ বলে।
সাধারণত তাপ গ্রহণ করলে বস্তুর উষ্ণতা বাড়ে এবং তাপ বর্জন করলে উষ্ণতা কমে। কিন্তু পদার্থের অবস্থা পরিবর্তনের সময় তাপ গ্রহণ বা বর্জন করা সত্ত্বেও বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটে না। যেহেতু এই তাপের কোনো বাহ্যিক প্রকাশ নেই তাই একে লীন তাপ বা সুপ্ততাপ বলে।
উষ্ণতা স্থির রেখে প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীনতাপ বা সুপ্ততাপ বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ