মাসিক হলে বিবাহ করা জায়েজ কিনা একটু জানাবেন প্লিজ। সহবাস করা জায়েজ না তা তো জানি। বিয়ের বেপার টা জানার ছিল।


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

জ্বি বিবাহ করা যাবে। বিবাহের সময় যে সম্পূর্ন পাক পবিত্র থাকা লাগবে তা কিন্তু না।তাছাড়া মাসিকের সময়েও আমল করা যায় দোয়া (মোনাজাত)পড়া যায়। আপনার বিয়ের সময় মাসিক চললে অবশ্যই প্যাড রাখবেন। ও বিয়ের জাবতীয় কাজ সম্পূর্ন করুন কোন সমস্যা নেই।