আমরা সোলার এর জন্য যে চার্জ কনট্রোলার ব্যবহার করি

এখানে সোলার এর পরিবর্তে এডেপ্টার এর সংযোগ দিলে কি ব্যটারি চার্জ হবে আর  চার্জ হলেও চার্জ কনট্রোলার এর কোনো সমস্যা হবে?

যাতে বুজতে পারি যে ব্যটারিতে ফুল চার্জ হয়েছে।


শেয়ার করুন বন্ধুর সাথে

কোন সমস্যা হবেনা

যদি এ্যাডাপ্টারের আউটপুট ভোল্টেজ ১৮ ভোল্টের নিচে থাকে

হ্যা যাবে। 

আপনার এডেপ্টার আউটপুট

 ১৮ ভোল্ট এর কম হতে হবে। 

তাহলে সংযোগ  দিতে পারবেন।